ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوة الخـ

Tuesday, April 28, 2015

নারী স্বাধীনতার ধোঁকা

আধুনিক সভ্যতার বিস্বময়কর দর্শন হচ্ছে,নারী যদি স্বগৃহে নিজের জন্য,স্বীয় স্বামীর জন্য,মাতা-পিতা,ভাই-বোন,সন্তান সন্তুতির জন্য রান্না বান্না করে,তবে এটা হচ্ছে বন্ধিত্ব আর লাঞ্ছনা।কিন্তু সেই নারী যখন অপরিচিত পুরুষের খাবার পরিবেষণ করে,তাদের কক্ষ ঝাড়ু দেয়,হোটেল আর বিমানে তাদের আপ্যায়ন করে,মার্কেটে মুচকি হাসি দিয়ে গ্রাহক সংগ্রহ করে,অফিসে মিষ্ট ভাষণের মাধ্যমে নিজ অফিসারের চিন্তা মুক্ত করে,তখন তাকে বলা হয় স্বাধীনতা আর প্রগতি, কিন্তু একেমন স্বাধীনতা?এ কেমন আত্নমর্যাদাবোধ?ইন্নালিল্লাহি....রাজিউন।